Monday, December 23, 2024
Homeদেশের খবরআবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক, ২০২৯ পর্যন্ত বহাল

আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক, ২০২৯ পর্যন্ত বহাল

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেয়েছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে উৎসাহিত করতে এই প্রতিষ্ঠানটি পূর্বে আয়করমুক্ত ছিল, তবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ হয়ে যায়। এখন, সরকার পুনরায় গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়কে করমুক্ত ঘোষণা করেছে, যা ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর আওতায় গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয় করমুক্ত থাকবে, তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, ২০০০ ও ২০০১ সালে ক্ষুদ্র ঋণকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ক্ষুদ্র ঋণের আয়কে করের আওতামুক্ত রাখে। পরবর্তীতে ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালে বিভিন্ন মেয়াদে গ্রামীণ ব্যাংক করমুক্ত সুবিধা পায়, তবে ২০২১ সালে এই সুবিধা বন্ধ হয়ে যায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত আবারও কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক, যা ২০২৩ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments