আত্রাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আত্রাই উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদিক, অন্যতম সদস্য সাখাওয়াত শুভ, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাউছার মাহমুদ রিঙ্কু সহ অন্যান্য নেতাকর্মী।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান—প্রধান সড়ক, স্টেশন চত্বর, কলেজ মাঠসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাদিকুল ইসলাম সাদিক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষার লক্ষ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও জানান, দেশব্যাপী ছাত্রদলের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আত্রাই উপজেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

উপস্থিত নেতৃবৃন্দ এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।

 

Related posts

শিক্ষা ক্যাডারে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তিন দফা দাবি

BIT গঠনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

জাতির উদ্দেশে ভাষণে রোজার আগেই জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার