Tuesday, December 3, 2024
Homeখেলাবিশ্বকাপে দ্রততম শত রানের রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপে দ্রততম শত রানের রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপে দ্রততম শত রানের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল। বুধবার(২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ১০১ রান সংগ্রহ করে এই রেকর্ড গড়েছেন। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম। তবে সে রেকর্ড টিকলো  না বেশি দিন।

 মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে সে রেকর্ড ভেঙ্গে নিজের করে নিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল।

বিশ্বকাপের পাশাপাশি  ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন ম্যাক্সওয়েল। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ১০০ ছুঁয়েছিলেন ম্যাক্সওয়েল, এত দিন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি হয়ে ছিল সেটিই।৪৪ বলে ১০৬ রানের ইনিংসে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ছিল ২৪০.৯০।  বিশ্বকাপে সেঞ্চুরি ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে শুধু  একজনের, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬২ রানের অপরাজিত ইনিংসে এবি ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল ২৪৫.৪৫।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments