এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে লাল-সবুজের মেয়েরা।
প্রথমার্ধেই বাংলাদেশ ৫-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচটি ৭-০ ব্যবধানে শেষ করে গোলউৎসবে মাতায় বাংলাদেশ।
সি গ্রুপে বাংলাদেশ ও স্বাগতিক মিয়ানমার ছাড়াও রয়েছে তুর্কমেনিস্তান ও বাহরাইন। একই দিনে মিয়ানমার ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে পরাজিত করে। ফলে ২ জুলাই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে, কে যাচ্ছে ২০২৬ সালের নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায়।
ম্যাচের ১০ মিনিটেই স্কোরলাইন খুলে দেন ফরোয়ার্ড শামসুন্নাহার। ডিফেন্স চিরে দুর্দান্তভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে বাহরাইনের গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ১৫ মিনিটে বাম প্রান্ত থেকে লম্বা ক্রস রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আরেক ফরোয়ার্ড।
তৃতীয় গোল আসে ৪২ মিনিটে। কর্নার কিক থেকে ডি-বক্সে তৈরি হওয়া জটলার সুযোগে কোহাতি কিসকুর শট জালে প্রবেশ করে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে জ্বলে ওঠেন তহুরা খাতুন। মাত্র তিন মিনিটের ব্যবধানে টানা দুটি গোল করে স্কোরলাইন ৫-০ করেন। এর আগে তাঁর একটি হেড অফসাইডের কারণে গোল হিসেবে গণ্য হয়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ থামায়নি বাংলাদেশ। আরও দুটি গোল করে নিশ্চিত করে ৭-০ গোলের ঐতিহাসিক জয়। পুরো ম্যাচজুড়েই বাংলাদেশ ছিল প্রাধান্য বিস্তারকারী দল।
এই জয়ের ফলে সি গ্রুপে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এখন চোখ ২ জুলাইয়ের মিয়ানমারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। সেই ম্যাচেই নির্ধারিত হবে কারা যাবে মূল পর্বে।
প্রয়োজনে আপনি চাইলে এই খবরের জন্য শিরোনাম বা সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যাপশনও তৈরি করে দিতে পারি।