Wednesday, January 22, 2025
Homeখেলাওয়েস্ট ইন্ডিজ নারীদের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ নারীদের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন থেকে ছিটকে গেল বাংলাদেশ নারী দল। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে, ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে ৪৩ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা। ওপেনার হেইলি ম্যাথুজ ২২ বলে ৬টি চারের সাহায্যে ৩৪ রান করেন। শেমাইন ক্যাম্পবেল ১৬ বলে ২১ রান এবং ডিয়ান্ড্রা ডটিন ৭ বলে অপরাজিত ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও মারুফা আক্তার ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা লাগে, ৬ ওভারে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক নিগার সুলতানা একা লড়াই করে দলকে সম্মানজনক স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৩৯ রান করেন, যেখানে ছিল ৪টি চারের মার। শেষ পর্যন্ত, বাংলাদেশের ইনিংস ১০৩ রানে থামে। নিগারের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার দিলারা আক্তার, আর সোবহানা মোস্তারি করেন ২২ বলে ১৬ রান।

এই হারে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ বেশ কঠিন হয়ে গেল।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments