ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থতার পর থেকেই তার অবসর নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক লিখেছেন,

“আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মত ওডিআই ফরম্যাটের অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল, একটা জিনিস নিশ্চিত: যখনই আমি দেশের জন্য মাঠে নামলাম, আমি ১০০% এর বেশি দিয়েছি নিষ্ঠা ও সততার সাথে।”

চ্যাম্পিয়নস ট্রফিতে তার খারাপ পারফরম্যান্স ও কঠিন সময় নিয়ে তিনি আরও লেখেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: ‘ওয়া তু’ইজ্জু মান তাশা’ ওয়া তু’যিলু মান তাশা’’ – ‘এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন।’ সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।”

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় মুশফিককে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন তিনি, পরের ম্যাচে করেন মাত্র ২ রান। দলের কঠিন সময়ে দায়িত্বহীন শট খেলে আউট হওয়ায় তাকে কড়া সমালোচনার শিকার হতে হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে তার আউটের পর খোদ জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ বলেছিলেন, “এতো অভিজ্ঞ একজন ব্যাটারের কাছ থেকে এমন শট খুবই হতাশাজনক!”

১৯ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মুশফিক। তার ভক্ত, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন,

“অবশেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। জাযাকাল্লাহ খাইরান।”

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটারের ওয়ানডে থেকে বিদায় নিশ্চিতভাবেই এক যুগের সমাপ্তি ঘটাল, যেখানে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

Related posts

ফাইনালেও সেঞ্চুরির ঝলক, সব পুরস্কারই তুলে নিলেন এবি ডি ভিলিয়ার্স

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

একের পর এক গোল মিস, ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া

10 comments

25 mg viagra daily June 2, 2025 - 4:08 AM
[…] sildenafil citrate 100mg for sale […]
sildenafil sandoz 50mg July 10, 2025 - 3:34 AM
[…] sildenafil citrato 100 mg […]
cialis 40 mg for sale July 10, 2025 - 7:51 AM
[…] generic cialis online […]
high point pharmacy sildenafil $75 July 10, 2025 - 2:06 PM
[…] 50 mg viagra cost […]
prices of cialis 20 mg August 19, 2025 - 2:32 AM
[…] buy sildenafil citrate 50mg […]
mexican viagra 100mg August 19, 2025 - 4:54 AM
[…] canadian viagra 100mg […]
sildenafil tablets 100mg August 19, 2025 - 7:23 AM
[…] cialis for men […]
viagra pfizer 50 mg August 19, 2025 - 10:25 AM
[…] cost of cialis […]
cialis 5 mg daily August 19, 2025 - 10:56 AM
[…] cialis to buy […]
sildenafil citrate 25mg online August 19, 2025 - 11:39 AM
[…] viagra 100mg price per pill […]

Comments are closed.

Add Comment