Wednesday, January 22, 2025
Homeআমেরিকাযুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে কলম্বাস ডে ও আদিবাসী দিবস

যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে কলম্বাস ডে ও আদিবাসী দিবস

সোমবার যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে কলম্বাস দিবস। এ দিনটি আমেরিকা মহাদেশের তথাকথিত আবিষ্কারক, ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসকে স্মরণ করে উদযাপিত হয়। তবে এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের মতো এবারও দিনটিকে “আদিবাসী দিবস” হিসেবে ঘোষণা দিয়েছেন।

যদিও বাইডেনের ঘোষণাটি আদিবাসী দিবসকে সরকারিভাবে ছুটির দিন বানায় না, তবে এটি অক্টোবরের দ্বিতীয় সোমবার আদিবাসী দিবস পালনের আহ্বান জানায়, যা ঐতিহ্যবাহী কলম্বাস দিবসের একই দিনে পড়ে। আদিবাসী আমেরিকান এবং অন্যান্য গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই কলম্বাস দিবস উদযাপনকে অপমানজনক বলে মনে করে, কারণ কলম্বাসের আগমন আমেরিকার আদিবাসী জনগণের জন্য মৃত্যু, ধ্বংসযজ্ঞ, এবং রোগবালাই বয়ে এনেছিল, যা দিবসটির উদযাপনে উপেক্ষা করা হয়।

কলম্বাসের আগমনের অনেক আগে থেকেই আমেরিকায় আদিবাসী সংস্কৃতি ও সভ্যতা বিদ্যমান ছিল। সেই সংস্কৃতির স্বীকৃতি দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। ইতোমধ্যে ১২টিরও বেশি অঙ্গরাজ্য এবং বহু শহর আনুষ্ঠানিকভাবে অক্টোবরের দ্বিতীয় সোমবারকে আদিবাসী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এখনও অধিকাংশ ক্যালেন্ডারে কলম্বাস দিবসই দেখানো হয় এবং অনেকেই এ দিনটি উদযাপন করেন।

যদিও আদিবাসী দিবস এখনও ফেডারেল ছুটি নয়, বাইডেন প্রশাসন ২০২১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে স্বীকৃতি দিয়ে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments