Thursday, November 21, 2024
Homeআমেরিকাভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

দেশবাণী ডেস্ক

ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ভিসা ফি গত শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।

ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত এনআইভি, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ, ও আর শ্রেণীর) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন-ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে।

এ ছাড়া চুক্তির আওতাধীন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশার (ই শ্রেণি) ক্ষেত্রে ভিসা আবেদন ফি ২০৫ ডলার থেকে বাড়িয়ে ৩১৫ ডলার করা হয়েছে।

এছাড়া ফি সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স ওয়েবসাইটে পাওয়া যাবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments