Monday, December 23, 2024
Homeআমেরিকাবাফেলো বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন

বাফেলো বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন

গত ৭ নভেম্বর বাফেলো বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মোঃ শহিদুল্লাহ। এরপর “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা স্মরণ করেন ১৯৭৫ সালের ঘটনাবলি, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।” ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন। বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর মহান দিন। যেদিনের সৃষ্টি না হলে বিএনপি সৃষ্টি হত না। সে সময় দেশের ক্রান্তিকাল চলছিল। তখনই দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন জাতির মহান নেতা জিয়াউর রহমান। নিউইয়র্ক ষ্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জসিম উদ্দিন ভিডিও কলে সভায় যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, তৎকালীন সেনা সদস্য খালেদ মোশাররফের নির্দেশে ৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছিল। ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে কোনো প্রশাসন ও আইন-শৃঙ্খলা ছিল না। ঠিক এই মুহূর্তে ৭ নভেম্বর ভোর বেলাতে সিপাহীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। সেই ক্রান্তিকালে দেশ ও মানুষের পাশে এসে দাঁড়িয়ে সুন্দর, সোনালী ও শান্তিপূর্ণ দেশে পরিণত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাফেলো বিএনপির অন্যতম নেতা সাবেক আহ্বায়ক সিরাজউদ্দৌলা বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, অ্যাডভোকেট মোঃ শহিদুল্লাহ, মোঃ সোহেল, মোঃ হারুন, সংগ্রামী নেতা মুরাদ, মোঃ মুঞ্জু, বাফেলো বিএনপি গঠনের প্রথম নেতা মোঃ সবুজ, মোঃ সেলিম, মোঃ কবির, মোঃ আলী, রিপন, হিমাংশু, মামুন, মিজান, এনামুল কবির অপু, সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার, আজহারুল মাকসুদসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজউদ্দৌলা বাবুল, এবং সঞ্চালনা করেন সোহেল হাওলাদার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments