Tuesday, September 17, 2024
Homeআমেরিকাফেডারেল অভিযোগে দোষ স্বীকারে রাজি বাইডেনপুত্র

ফেডারেল অভিযোগে দোষ স্বীকারে রাজি বাইডেনপুত্র

দেশবাণী ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন কর ফাঁকি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ সহ তিনটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন। আদালতে প্রসিকিউটররা এক নথিতে এ কথা বলেছেন।

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন অ্যাটর্নি ডেভিড ওয়েইস জেলা আদালতের ক্লার্ককে একটি চিঠিতে লিখেছেন, জুনিয়র বাইডেন ফেডারেল আয়কর দিতে ইচ্ছাকৃত ব্যর্থতার দুটি এবং মাদক ব্যবহারকারীর আগ্নেয়াস্ত্রের অবৈধ দখলের আরেকটি অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।

করের অভিযোগগুলো অপকর্ম উল্লেখ করে অ্যাটর্নি লিখেছেন, হান্টার বাইডেন অপরাধমূলক আগ্নেয়াস্ত্রের অভিযোগের বিষয়ে কিছু অনির্দিষ্ট শর্তে সম্মত হয়েছেন।

আবেদন চুক্তির বিশদ তাৎক্ষণিক জানা যায়নি, তবে সেগুলোকে ফেডারেল বিচারকের মাধ্যমে গ্রহণ করতে হবে।

হান্টারের মাদক অপব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তার পুনরুদ্ধারের পথ চলাকালীন একাধিক অনুষ্ঠানে আসক্তির সঙ্গে তার সংগ্রামকে প্রকাশ্যে স্বীকার করেছেন।

উল্লেখ্য, মামলার নেতৃত্বদানকারী প্রসিকিউটর ওয়েইস সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একজন নিযুক্ত ব্যক্তি। আগ্নেয়াস্ত্রের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে তার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments