Tuesday, December 3, 2024
Homeআমেরিকাএবার ভাতিজির বিরুদ্ধে মামলা ডোনাল্ড ট্রাম্পের!

এবার ভাতিজির বিরুদ্ধে মামলা ডোনাল্ড ট্রাম্পের!

২০১৮ সালে আয়কর সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে ভাতিজি মেরি ট্রাম্প ও নিউইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের একটি আদালতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট।

মামলায় নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক সুক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। ছাপ্পান্ন বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন।

মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাই প্রকৃত সাংবাদিকতা।’

অবশ্য ম্যারি ট্রাম্পের দাবি, ২০২০ সালে তিনি একটি বই বের করেছিলেন যেখানে তিনি চাচা ট্রাম্পের আয়কর রিটার্নের বিষয়টি তুলে ধরেছেন।

তিনি জানান, নিউইয়র্ক টাইমসকে তিনি যা বলেছেন তার চেয়ে বেশি তার সর্বোচ্চ বিক্রিত বইটিতে লিখেছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments