গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কের বাফেলোর ওয়ান টোয়েন্টি আলেকজান্ডার এভিনিউতে অনুষ্ঠিত হলো নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার) কর্তৃক আয়োজিত কালচারাল নাইট এন্ড ফান্ড রাইজিং ডিনার। অনুষ্ঠানে নাহারের প্রেসিডেন্ট ডা. আতাউল ওসমানী, মুসলিম আমেরিকা অফ নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ও নাহারের অন্যতম অ্যাডভাইজার আবু আহমেদ নুরুজ্জামান, বাফেলোর মেয়র পদে রিপাবলিকান প্রার্থী জেমস গার্ডনার, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের ফাউন্ডিং প্রেসিডেন্ট খালিদ গাজী, সাইফুল্লাহ মনসুর, ইকবাল হোসেন জীবনসহ বাফেলো কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ মো. ইমার উদ্দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর নায়াগ্রা কালচারাল গ্রুপ ও উম্মাহ শিল্প গোষ্ঠী নাশিদ পরিবেশন করে এবং শিশু শিল্পীরাও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। স্লাইড শো ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় নাহারের চলমান কার্যক্রম। জানানো হয়, ২০২১ সাল থেকে গাজায় মানবিক সহায়তায় নাহার সক্রিয় ভূমিকা পালন করছে। সেখানে খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রী সরবরাহের পাশাপাশি এতিমদের পূর্ণবাসন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। গাজা, লেবানন, সিরিয়া, সুদান ও সোমালিয়ার শরণার্থী ও অসহায় জনগোষ্ঠীর জন্যও নাহার কাজ করছে।
বর্তমানে সংগঠনটি বিশ্বব্যাপী প্রায় দশ হাজার এতিম শিশুর দায়িত্ব পালন করছে। এছাড়া পাকিস্তানের বন্যার্ত, তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমেও নাহার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় ইতোমধ্যে প্রায় ১০ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হয়েছেন বলে জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা নাহারের কার্যক্রমকে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।