গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্কের অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয় ২৭জুলাই ,২০২৫ রোববার ১২০ আলেক্সান্ডার এভিনিউতে। অনুষ্টানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির চীফ ট্রেজারার রফিকুল হায়দার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সোবহান ইউরোপ থেকে, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মইনুল হক চৌধুরী হেলাল কানেক্টিকাট থেকে অনুষ্টানে অংশগ্রহন করতে বাফেলো আসেন। সূদুর দুবাই থেকে অংশগ্রহন করেন বিশেষ অথিতি দুবাই গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি এম এ কুদ্দুস খান মজনু। বিশেষ অথিতি হিসেবে অংশগ্রহন করেন সিলেট ডিস্ট্রিক্ট রোটারী ইন্টারন্যাশনাল এর সাবেক গভর্নর শহীদ আহমদ চৌধুরী। সিটি অফিসিয়ালদের মধ্যে চিকটোয়াগা টাউন সুপারভাইজার ব্রায়ান নোয়াক, পেট্রলম্যান পল নাজারাত উপস্হিত ছিলেন। এছাড়াও বাফেলোর সকল সামাজিক সংগটনের নেতৃবৃন্দ সহ বাফেলোর বিশিষ্টজনেরা অনুষ্টানে উপস্হিত ছিলেন। মোক্তাদির হোসেন মিসবাহ অনুষ্টানে সভাপতিত্ব করেন। প্রধান অথিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান। কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মইনুল হক চৌধুরী হেলাল ছিলেন প্রধান বক্তা। নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি মোক্তাদির হোসেন মিসবাহকে শপথ করান গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মইনুল হক চৌধুরী হেলাল। নব গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদেরকে শপথ গ্রহন করান গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান।
সভায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সেক্রেটারী ফারুক আহমদ নাজমুল ঘোষনা করেন উনাদের সংগ্রহে ১৭ টি কবরস্হান আছে যা বাংলাদেশী যেকোনো অসহায় মানুষের জন্য কমিটির অনুমোদন সাপেক্ষে দেয়া যাবে। যদিও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো সিলেট বিভাগের চার জেলা নিয়ে গঠিত কিন্তু উক্ত কবরস্হান যে কোনো অসহায় বাংলাদেশীদের জন্য কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যবহার করা যাবে। নিজ সংগটনের এলাকা ছাড়াও অন্যান্য জেলার জনগোষ্টীর জন্য কবরস্হানের ব্যবস্হা করা সম্ভবত এই প্রথম। সমাপনী বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সভাপতি মোক্তাদির হোসেন মিসবাহ উপস্হিত সভাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।