স্বতন্ত্র বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (বিআইটি) গঠনের এক দফা দাবিতে আমরণ অনশনে নেমেছেন ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন’-এর আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, গত তিন মাস ধরে স্ব-স্ব ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবির কথা জানালেও কোনো সাড়া মেলেনি। ২৭ জুলাই থেকে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। ২৮ জুলাই পুলিশের লাঠিচার্জে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর ৩১ জুলাই নয় দিনের আল্টিমেটাম দেওয়া হয়, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লিখিত সমাধান মেলেনি। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আমরণ অনশন শুরু করেছেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘ ১৮ বছরেও স্থায়ী অধ্যক্ষ নিয়োগ হয়নি, শিক্ষক সংকট চরম পর্যায়ে, গবেষণা পরিবেশ ও দক্ষ জনবল নিয়োগে ব্যর্থতা, অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের ঘাটতি, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় অনিয়ম, রেজাল্ট প্রকাশে বিলম্ব, এবং স্বীকৃতির অভাবের মতো সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছে।
তারা আরও জানান, দাবি যৌক্তিক হলেও কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। গত ১০ দিন আগে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৯ আগস্টের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হলেও দাবি না মানায় চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে অনড় রয়েছেন।