Monday, December 23, 2024
Homeদেশের খবর১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এই রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পুলিশ তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে।

আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহনকারী প্রিজনভ্যান পৌঁছানোর পর আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। তারা পুলিশের প্রিজনভ্যানের সামনে উঠে ভুয়া স্লোগান দেন এবং গাড়িতে ডিম ছুড়ে মারেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments