Wednesday, January 22, 2025
Homeদেশের খবরযৌক্তিক সময়েই নির্বাচন: প্রধান উপদেষ্টা

যৌক্তিক সময়েই নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, “নির্ধারিত ও যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং কোনও অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার।” শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। বৈঠকের পর দলগুলোর প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কাছে প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে।

ড. ইউনুস ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন দুর্গা পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সতর্ক থাকতে হবে, যেন কেউ কোনও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।”

বৈঠকে ইসলামি দলের প্রতিনিধিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনয়ন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, এবং নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দেন, যৌক্তিক সময়ে সব সমস্যার সমাধান করে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এদিন বিকেল ৩টায় ড. ইউনুস খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, এবং অন্যান্য ইসলামি দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments