Wednesday, January 22, 2025
Homeদেশের খবরযেকোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বাইডেন

যেকোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় এ প্রতিশ্রুতি দেন বাইডেন।

বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশের পুনর্গঠনে তার সরকারের সাফল্য অর্জন অত্যাবশ্যক।

বাইডেন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “যদি শিক্ষার্থীরা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমাদেরও তাদের পাশে থাকা উচিত।” বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক উপহার দেন, যাতে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংযুক্ত ছিল।

প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে বৈঠক করলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments