Monday, December 23, 2024
Homeদেশের খবরবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দী ১০ লাখের বেশি পরিবার

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দী ১০ লাখের বেশি পরিবার

দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। পাশাপাশি একজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এদিকে, বন্যায় পানিবন্দী অবস্থায় রয়েছেন ১০ লাখ ৯ হাজারেরও বেশি পরিবার। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃতদের মধ্যে রয়েছেন ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৭ জন শিশু।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা অনুযায়ী, কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫২ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারগুলোর জন্য মোট তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

তাছাড়া, ১১টি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫৬টি মেডিকেল টিম কাজ করছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments