Monday, February 3, 2025
Homeদেশের খবরতারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান

তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান

যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যাচ্ছেন। তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন জাইমা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও এই অনুষ্ঠানে অংশ নিতে রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আলোচনার কোনো বিষয় নেই। আমরা আমন্ত্রিত হয়েছি, তাই যাচ্ছি।” আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, জাইমা রহমান লন্ডন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এটি জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। গত ১১ জানুয়ারি মার্কিন কংগ্রেসের আয়োজক কমিটি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments