Wednesday, January 22, 2025
Homeদেশের খবরচুয়াডাঙ্গায় রিকসা-ভ্যানের সংঘর্ষে নারী যাত্রী নিহত

চুয়াডাঙ্গায় রিকসা-ভ্যানের সংঘর্ষে নারী যাত্রী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালি বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনজেরা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী ভ্যানচালক হামিদুল ইসলাম ও শিশুসন্তান আশরাফুল (১০) আহত হন।

আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। আলমডাঙ্গা থানার ওসি তদন্ত একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আনজিরা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়িতে কাজ করেন। আর স্বামী ভ্যান চালান। সোমবার নিজ গ্রাম থেকে ভ্যান যোগে আলমডাঙ্গায় আসছিলেন। পথিমধ্য আলমডাঙ্গা কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে পৌঁছালে বালি বোঝাই দ্রুতগামি একটি ট্রাক চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান। আহত হন স্বামী ও ছেলে।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক চালককে আটক করা হয়েছে। আহত দুইজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments