চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি আনিছ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের জাফরপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক পৌর মেয়র টোটন জোয়ার্দ্দারের সহযোগী আনিছ আহম্মেদ চুয়াডাঙ্গা পৌর এলাকার ঠাকুরপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামি আনিছের অবস্থান সম্পর্কে জানতে পারে সদর থানার পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম জাফরপুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। গ্রেপ্তার আনিছ বিশ্বাস চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় এজাহারনামিয় আসামি। আনিছ বিশ^াসকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। ওই মলায় তিনি ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’ তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।