Wednesday, January 22, 2025
Homeদেশের খবরচুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিবেশ অধিদপ্তর কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তির নির্দেশনা বাস্তবায়নে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৭টি দোকান থেকে মোট ৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন জব্দ করা হয়। এসব পণ্য পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় নিষিদ্ধ। অভিযানে সংশ্লিষ্ট আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। এসময় ভ্রাম্যমাণ আদালতে এসব প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ১০ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস এবং মূখ্য পাট পরিদর্শক মো. হারুন অর রশীদ। অভিযান চলাকালে পুলিশ এবং লেফটেন্যান্ট আবিদের পাশাপাশি নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জানান, এ ধরণের অভিযান পরিবেশের সুরক্ষা এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে সচেতন করতে অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments