শুক্রবার (০১ নভেম্বর) যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে শহরতলী দৌলতদিয়ার জান্নাতুল নাইম মাদ্রাসায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন, সহকারী পরিচালক মিজানুর রহমান, যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আল রোমাজ রাজন ও সাধারণ সম্পাদক অঞ্জন সাহা আবিরসহ সংগঠন এর অন্যান্য সদস্যরা।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন ডা. শিরিনা আক্তার শিরিন। ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অনেক অসহায় রোগীরা চিকিৎসা নিবেন। এটা আসলেই ভালো উদ্যোগ। যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন চুয়াডাঙ্গার সভাপতি আল রোমাজ রাজন বলেন, জাতীয় যুব দিবসের এই বিশেষ আয়োজনের মাধ্যমে গ্রামের মানুষের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনেক মানুষ স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় তথ্য এবং চিকিৎসা সুবিধা সম্পর্কে অবহিত নয়। তাই এই ক্যাম্প তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে।