Thursday, November 7, 2024
Homeদেশের খবরগ্রামের এক কোণে জ্বলছে আলোর শিখা নাম তার অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল

গ্রামের এক কোণে জ্বলছে আলোর শিখা নাম তার অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল

বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের জ্ঞান পিপাসুদের একমাত্র পাঠাগার অর্পিতা সাহিত্য লাইব্রেরী। ২০২১ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটি দীর্ঘ চারবছর ধরে জ্ঞান পিপাসুদের তৃষ্ণা মিটাচ্ছে।পাঠাগারটির প্রতিষ্ঠাতা কবি ও সম্পাদক শিশির রাজন। পাঠাগারটির তত্বাবধানে প্রতিমাসে একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশিত হয় যা এ.এস.এল সাহিত্য পাতা নামে পরিচিত। পাঠাগারে বই পড়ার পাশাপাশি রয়েছে বই ক্রয়-বিক্রয় এর সুব্যবস্থা। আর একারণে পাঠাগারটি কারো কাছে পরিচিত বুকশপ হিসাবে কারো কাছে বুক কালেকশন শপ হিসাবে আবার কারো কাছে পরিচিত একটি পাঠাগার নামে। পাঠাগারটির প্রতিষ্ঠাতা জানান,যখন খুব ছোট ছিলাম বাবার সাথে পাশের গ্রামের একটি পাঠাগারে যেতাম,সেখান থেকেই বইয়ের প্রতি একটা টান অনুভব করতে শুরু করি। নিয়মিত যাওয়া সম্ভব হতো না কারণ পাঠাগারটি ছিল অনেক দূরে।

আমি যখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তখন থেকেই বই সংগ্রহ শুরু করি। স্বপ্ন ছিল একটি ছোট লাইব্রেরী করবো আজ তার কিছুটা হলেও বাস্তব রুপ দিতে আমি সক্ষম হয়েছি। আমি যখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তখন থেকেই পাঠাগারের যাএা শুরু। গ্রামের মানুষ যদি আমার সংগ্রহিত কোন বই পড়ে জ্ঞান লাভ করতে পারে তাহলে আমার চেষ্টা সার্থক হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments