Monday, December 23, 2024
Homeদেশের খবরআন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

এইচএসসিতে ফেল করা একদল শিক্ষার্থীর অটো পাসের দাবির প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং জানিয়েছেন, আগামীকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথাও জানা গেছে, যা পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড কার্যকর করবে।

রবিবার দুপুর থেকে এসএসসির সব বিষয়ের ‘ম্যাপিং’ করে বৈষম্যহীনভাবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রবিবার রাতে পদত্যাগের ঘোষণা দেন তপন কুমার সরকার।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বোর্ডের পরীক্ষার বিষয়ের মধ্যে বৈষম্য রয়েছে। সিলেট বোর্ডে তিনটি বিষয়ের পরীক্ষা ও বাকি ১০টি বিষয়ের ম্যাপিং করা হয়েছে, যেখানে ঢাকা বোর্ডে সাতটি বিষয়ের পরীক্ষা ও ছয়টি বিষয়ের ম্যাপিং হয়েছে। তারা সকল বিষয়ের উপর ম্যাপিং করে নতুন করে ফল প্রকাশের দাবি জানাচ্ছে।

রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে বিক্ষোভ করে, এ সময় বোর্ডে তালা দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। রাতে এখনও শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল এবং বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন।

চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments