অনলাইন ডেস্ক
মেগাপিক্সেল অতি পরিচিত একটি শব্দ। স্মার্টফোন বা ক্যামেরা কিনতে গেলে আগেই যে প্রশ্ন মনে আসে সেটা হলো মেগাপিক্সেল কত। স্মার্টফোন বা ক্যামেরার মতো মানুষের চোখেরও রয়েছে মেগাপিক্সেল। শুনতে অবাক লাগলেও এই মেগাপিক্সেল অর্থাৎ অপটিক লিস্ট আমাদের দেখতে সাহায্য করে।
মানুষের চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেল এলাকা দেখতে পারে বলছে শরীরবিজ্ঞান। যে কারণে আমরা প্রায় ১ কোটি রং আলাদাভাবে দেখতে পাই।
আইফোন ১৪ এর মেগাপিক্সেল যেখানে ৪৮, সেখানে মানুষের চোখের মেগাপিক্সেল প্রায় ১২ গুণ।
পিক্সেল ছবির প্রাণ বা ক্ষুদ্রতম অংশ, যা খালি চোখে দেখা যায় না। একটি ছবির দৈর্ঘ্য তিন হাজার পিক্সেল ও প্রস্থে দুই হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন ৬০ লাখ পিক্সেলে দাঁড়ায়। যা ছয় মেগাপিক্সেলের ছবি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ১০ লাখ পিক্সেল নিয়ে ১ মেগাপিক্সেল। এ মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
স্মার্টফোন বা ক্যামেরার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন লেন্সের মান খারাপ হতে থাকে তেমনি চোখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাই বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চোখের জ্যোতিও কমে যায়।