চলতি বিশ্বকাপ আফগানিস্তানের জন্য রূপকথা হয়ে থাকবে। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। গত দুই বিশ্বকাপে মাত্র ১টি জয় ছিল আফগানিস্তানের। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই দলের জন্য আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। দলীয় ২২ রানে প্রথম উইকেটের দেখা পায় আফগানিস্তান।
ফজল হক ফারুকী ১০ ওভার বল করে ১ মেডেন ওভার সহ ৪টি উইকেট নেয়।
৪৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৪১ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ০.৪ ওভারে উইকেট হারায় আফগানিস্তান। রানের খাতা না খুলেই আউট হয়ে যায় রহমতুল্লাহ গুরবাজ। এরপর ইব্রাহিম জাদরান ও রহমত শাহ ইনিংস মেরামত করেন ৯৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। ইব্রাহিম জাদরান আউট হলে অধিনায়ক হাশ্মতুল্লাহ সহীদ গড়েন আরাকটি ৫০ রানের জুটি। রহমত শাহ ৭৪ বলে ৬২ এবং আজমতউল্লাহ ওমরজাইয় ৬৩ বলে ৭৩ রান করেন।
শ্রীলঙ্কা ৪৯.৩ ওভারে ২৪১, আফগানিস্তান ৪৫.২ ওভারে ২৪২/৩