দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন সাকিব আল হাসান। স্কোয়াডেও ছিলেন এই অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টে যায়, এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে সাকিবকে দেশে না ফেরার সিদ্ধান্ত জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে।
রোববার (২০ অক্টোবর) সাকিবকে তার বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ার প্রতিবাদে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে বিক্ষোভ করেন সাকিবভক্তরা। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভক্তরা রাস্তা আটকে স্লোগান দিতে থাকেন এবং সাকিবকে টেস্ট খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করেন।
এ সময় সাকিব বিরোধীদের একটি দল এসে স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলনে ব্যস্ত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে।