Tuesday, December 3, 2024
Homeখেলাভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হার শ্রীলঙ্কার

ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হার শ্রীলঙ্কার

ভারতীয় বোলিং তোপে ৫৫ রানে অলআউট হয়ে লজ্জা জনকভাবে হেরেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের পাহাড় সমান টার্গেট দেয় ভারত। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে ভারত।

ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক রোহিত শর্মা ২ বলে ৪ রান করে ফিরে যান। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েন শুভমান গিল। ৯২ বলে ৯২ রান করেন গিল এবং কোহলি ৯৪ বলে ৮৮ রান করে সাজঘরে ফিরে যান। গিল আউট হওয়ার পর ক্রিজে এসে মারমুখি ব্যাটিং করতে থাকেন আইয়ার। ৫৬ বলে ৮২ রান করে ফিরে যান তিনি।

৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেসারদের তাণ্ডবে লজ্জার এক ইতিহাসে নাম লেখালো শ্রীলঙ্কা। বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রান তোলেন লক্কানরা। ১৪ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। যা বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রান সংগ্রহ। ১৯.৪ ওভারে ৫৫ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

মোহাম্মাদ সিরাজ ৭ ওভার বল করে ২ মেডেন ওভার সহ ৩ উইকেট পান এবং মোহাম্মাদ সামি ৫ ওভারে ১৮ রান দিয়ে ১ মেডেন ওভার সহ ৫ উইকেট নেয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments