ভারতের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড । বিশ্বকাপে হারার বৃত্ত থেকে বের হতে পারছে না ইংল্যান্ড । ছয় ম্যাচের মধ্যে পাঁচ মাচেই হার। আজ ভারতের বিপক্ষে লক্ষ্যটা খুব বড় ছিল না। ভারতকে ২২৯ রানে বেঁধে ফেলে জয়ের আশাই করছিল ইংল্যান্ড। কিন্তু সহজ এই লক্ষ্য তাড়া করতে পারেনি গত আসরে শিরোপা জিতা দলটি।
ব্যাটিং বার্থটায় ১৫.১ ওভার হাতে থাকতেই সব উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলেন।
তিন ম্যাচ হাতে থাকতে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বেজে গেল। ওপর দিকে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে দিল ভারত। মোহাম্মাদ সামি ৪টি উইকেট নেয় এবং রহিত শর্মা ১০১ বলে ৮৭ রান করেন।