Monday, December 23, 2024
Homeখেলাবিপুল ভোটে বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

বিপুল ভোটে বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২৩ ভোট পেয়ে তিনি সভাপতি পদে জয়ী হয়েছেন, যেখানে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। ভোটের ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাফুফের ইতিহাসে তাবিথ আউয়াল তৃতীয় নির্বাচিত সভাপতি। প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান, তার পর কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন টানা চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এবার সর্বাধিক ভোট পেয়ে তাবিথ এই পদে নির্বাচিত হলেন।

এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি এবং সদস্য পদে ভোটগ্রহণ হয়। ২০ পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments