Monday, December 23, 2024
Homeখেলাফের মেসির হাতেই ব্যালন ডি’অর

ফের মেসির হাতেই ব্যালন ডি’অর

গুঞ্জন সত্যিই হল। অষ্টমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন লিওনেল মেসি। আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এম্বাপ্পেকে পিছনে ফেলে অষ্টমবারের মতো এই পুরস্কার জিতলেন ফুটবলের এই জাদুকর। এবার নিকটতম প্রতিদন্ধী রোনালদোর থেকে অনেক এগিয়ে গেলেন মেসি।

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন ৩৬ বছর বয়সী মেসি।

সোমবার (৩০ অক্টোবর) রাতে পারিসের শ্যাল থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম। মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে ফিকে হয়ে গেলো নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের স্বপ্নের মতো কাটানো মৌসুমটি। ট্রেবল জয়ের পাশাপাশি ইউরোপের গোল্ডেন বুটও ছিল তার ঝুলিতে। ২৩ বছর বয়সী এই গোল মেশিন গত মৌসুমে ৫৩ গোল করেছেন। কিন্তু বিশ্বকাপের কাছে সবকিছুই অর্থহীন।

মেসি ৩৬ বছর পর দেশকে এনে দিয়েছে বিশ্বকাপ শিরোপা। ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হেয়েছিলেন তিনি। এছাড়া পিএসজির হয়ে গত মৌসুমে লিগ শিরোপা জিতেছেন তিনি। পিএসজিতে ৪১ ম্যাচে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এই ফুটবল সুপারস্টার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments