Wednesday, January 22, 2025
Homeখেলানারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

মাত্র ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ব্যাটিং ব্যর্থতার কারণে ইংল্যান্ডের কাছে ২১ রানে হারলো বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসরা এ পরাজয়ের সম্মুখীন হয়।

শনিবার (৫ অক্টোবর) শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। মিয়া বুচার ১৮ বলে ২৩ রান এবং ড্যানি ওয়াট ৪০ বলে ৪১ রান করেন।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি ২টি করে উইকেট নেন।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার ভালো শুরুর ইঙ্গিত দিলেও, দলীয় ১৬ রানে ১২ বলে ৬ রান করে আউট হন দিলারা। এরপর ৩৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা।

শেষ পর্যন্ত, বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মোস্তারি সর্বোচ্চ ৪৪ রান করেন ৪৮ বলে। ইংল্যান্ডের পক্ষে লিনসে স্মিথ ও চার্লি ডিন ২টি করে উইকেট নেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments