টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা, তবে ভারতের বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে ৮২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইকে ভ্যান ভুরস্ট। ভারতের পক্ষে আয়ুষী শুক্লা ও বৈষ্ণবী শর্মা ২টি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে। গোঙ্গাদি তৃষা ৩৩ বলে ৪৪ ও সানিকা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরা হয়েছেন তৃষা। সঙ্গে ৩০৯ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি।