শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড। চলমান বিশ্বকাপে নাজুক অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। সাত ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জস বাটলারের দল।
আজ আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হরিয়ে ২৮৬ রান তুলে অস্ট্রেলিয়া। ৮৩ বলে ৭১ রান করেন লেবুশানে।
২৮৭ রানের টার্গেটে বাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পরে ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে ইংল্যান্ড। অ্যাডাম জ্যাম্পা ৩ উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অ্যাডাম জ্যাম্পা।