Thursday, January 23, 2025
Homeআমেরিকামনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে। ‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন। স্থানীয় সময় আজ বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যাঁরা ট্রাম্পকে সমর্থন করেননি, তাঁদের ভোট তাঁকে অর্জন করে নিতে হবে।
আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তাঁর নাম জ্যাসন পামার।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments